আ ক ম বাহাউদ্দিনকে শোকজ

উসকানিমূলক বক্তব্যে এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুমিল্লা সদর আসনের নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে শোকজ নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। ১৯ ডিসেম্বর সন্ধ্যায় কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল এ নোটিশ প্রেরণ করেন।

নোটিশে আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী পি টি আই স্কুল মাঠের এক বৈঠকে বক্তব্য দেয়ার সময় বাহাউদ্দিন বাহার বলেন, যদি বিএনপি ও জামায়াতের কোন কর্মীকে কোন প্রার্থীর পক্ষে পাওয়া যায় তাহলে তার হাত-ঠ্যাং (পা) ভেঙে দেবেন। যা উসকানিমূলক বলছে অনুসন্ধান কমিটি।

নোটিশে আরও বলা হয়, তার এমন বক্তব্যে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এছাড়াও তার এমন বক্তব্য রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১(ক) লঙ্ঘন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!