জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত শিক্ষাবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

ফেনী সদর প্রতিনিধি
জমকালো আয়োজনে স্বগৌরবে অনুষ্ঠিত হলো ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় আয়োজিত শিক্ষাবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সৃজনশীল মেধার অন্বেষণে ❝ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়❞ কর্তৃক আয়োজিত শিক্ষাবৃত্তি ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে সনদ প্রদান, নগদ অর্থ, প্রাইজবন্ড ও চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ফাহমিদা হক, তিনি ফেনী জেলার শিক্ষার মান উন্নয়নে শিক্ষানুরাগী মানুষদের অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সেলিনা চৌধুরী শেলি, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষানুরাগী দিলদার হোসেন স্বপন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান, লায়ন রুহুল আমিন ভূইয়া, জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাধারণ সম্পাদক জাফর উল্যাহ, সহ-সভাপতি মুহাম্মদ ফজলুল হক ও পরিচালনা পর্ষদের সদস্য এস.এম ইব্রাহীম সুমন, ইউসুফ শাহীন,শহীদুল আলম
,ফারুক আহমেদ,লোকমান হোসাইন সুমন সহ অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!