টুইনসফ্টের ১৪জন নারী শিক্ষার্থী পেলো “সফল নারী ফ্রিল্যান্সার আ্যওয়ার্ড-“
শুক্রবার সকাল,কুয়াশার চাদরে আচ্ছাদিত পুরো ফেনী শহর।এমনি একটি শীতের সকালে ফেনী ফুডিয়ান চাইনিজ রেস্টুরেন্টে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো টুইনসফ্ট থেকে প্রশিক্ষন প্রাপ্তনারী ফ্রিল্যান্সারদের নিয়ে “সফল নারী ফ্রিল্যান্সার সম্মাননা-২০২৪” প্রোগ্রাম
সম্মাননা প্রাপ্ত শিক্ষার্থীদের এই সফলতার অন্তরায় ছিল নিজেকে প্রমাণ করার তীব্র ইচ্ছা, ছিল আপনাদের অধ্যাবসায়, ধৈর্য, কঠোর পরিশ্রম এবং শেষ পর্যন্ত লেগে থাকা। দক্ষতা উন্নয়নে আমরা টুইনসফ্ট টেকনোলজি আপনাদের দেয়ার চেষ্টা করেছে শুধু মাত্র কিছু দিক নির্দেশনা, দেয়ার চেস্টা করেছে সঠিক প্রশিক্ষণ।
টুইনসফ্টের সফল নারী ফ্রিল্যান্সার সম্মাননা ২০২৪ এর সকল সম্মাননা প্রাপ্ত সকলের ভবিষ্যৎ জীবন আরো সাফল্যমন্ডিত হোক, আপনাদের এই সফলতায় অনুপ্রাণিত হোক আরো সহস্র নারী নিজের দক্ষতা উন্নয়নে।
টুইনসফ্ট ট্রেনিং ২০০৯ সাল থেকে নারীদের স্কীল ডেভেলপমেন্টে কাজ করে আসছে,অসংখ্য নারী শিক্ষার্থী টুইনসফ্ট থেকে প্রশিক্ষন নিয়ে স্কীল অর্জন করে অফলাইন ও অনলাইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজকরে হয়েছেন স্বাবলম্বী,পুরুষের পাশাপাশি আইটি ও ফ্রিল্যান্সিং সেক্টরে এগিয়ে যাচ্ছেন নারীরও,আর তাদের এই সফলতা সহযোগী হতে পেরে টুইনসফ্ট আজ গর্বিত।
আমাদের নরী শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং এ আরো বেশি উৎসাহিত করতে এবং তাদের এই অসামান্য অর্জন কে স্বীকৃতি দিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজিক সংগঠন সহায় এর সমন্বয়ক Monjila Mimi ,কম্পেক্ট ট্রেনিং ইনস্টিটিউট এর চেয়ারম্যান আরবান লিয়াকত ও টুইনসফ্ট টেকনোলজী এর চেয়ারম্যান এন্ড সিইও এস.এম ইব্রাহীম সুমন
🏠আমাদের অফিসঃ
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী📱01856484954
#awards #womenempowement #freelancing #skilldevelopment #dedication #hardwork #patience #women #successstories #twoinsoft