চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপ উপাচার্য প্রফেসর বেণু কুমার দে এর পদত্যাগের দাবীতে টানা আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির পক্ষ থেকে শনিবার এক বিজ্ঞপ্তিতে এই আন্দোলনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী ১৪-১৬ জানুয়ারি উপাচার্য এবং উপ উপাচার্যের পদত্যাগের দাবীতে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষক সমিতির সদস্যরা।