ফেনী-১ আসনের সংসদ সদস্য জনাব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম তাঁর তরুণ কর্মীদের প্রতি তাঁর চলার পথে মোটরসাইকেলের বহর না রাখতে অনুরোধ জানান। তিনি তাঁর এক ফেসবুক বার্তায় লিখেন
“তরুনদের আবেগ উচ্ছাস এবং ভালবাসার প্রতি পুর্ণ শ্রদ্ধা রেখে অনুরোধ করছি আমার চলার পথে মোটর সাইকেলের বহর না রাখতে। কারন একটি দুর্ঘটনা সব আনন্দকে নিমিষেই মাটি করে দিতে পারে আর একটি পরিবারকে করতে পারে নিঃস্ব।”