“কুয়াশার চাদরে ঘেরা সমু্দ্র সৈকত এবং প্রাকৃতিক লীলাভুমিতে ঘুরাঘুরি আর আনন্দে মেতেছিল একসাথে পুরো টুইনসফ্ট টেকনোলজী পরিবার-“
শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে সফলভাবে সম্পন্য হলো ফেনীর ঐতিহ্যবাহী সরকার অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউটের বার্ষিক শিক্ষাসফর-২৪
দিনভর সাংস্কৃতিক প্রোগ্রাম,খেলাধুলা আর আড্ডা বাজি,সল্ফীবাজি, ঘুরাঘুরিতে শিক্ষার্থীরা ছিলেন আনন্দের জোয়ারে.সাথে সমুদ্রের তলদেশ দিয়ে নির্মিত এশিয়া মহাদেশে অন্যতম টানেল বঙ্গবন্ধু টানেল ভ্রমন আনন্দের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেয়।
অনবদ্য আয়োজনে সাজানো সেদিন টুইনসফ্ট এর অফিসিয়াল সকল ব্যস্ততাকে ছুটি দিয়ে প্রকৃতির দৃশ্য আর সমুদ্র সৈকতের অফার সৌন্দের্যের সান্নিধ্যে কুয়াশা আর রোদ্দুরের খেলায় আনন্দে মেতে উঠেছিল শিক্ষার্থীবৃন্দ।প্রকৃতির ও সমুদ্রের বিশালতার সান্নিধ্যে আনন্দে মেতে উঠেছিল টুইনসফ্ট পরিবার।চট্রগ্রাম থেকে অদূরে পার্কির চর সমুদ্রের সৈকত,প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক যেন বিশাল সম্মিলন,আর সেখানেই জমজমাট উৎসবের আয়োজন,
বলছি টুইনসফ্টের বার্ষিক শিক্ষা সফর ২০২৪ এর কথা, টুইনসফ্টের সকল কর্মকর্তা,ফ্যাকাল্টি,কর্মী বাহিনী। একই সাথে যেন মেতে উঠেছিলো প্রানের ফল্গুধারায়, ছিলো মজার খেলা হাড়ি ভাঙ্গা,বেলুন খেলা,বালিশ খেলা সহ রকমারী খেলা,সাথে ছিল নৃত্য, গান,কৌতুক ফ্যাশন শো,আবৃতি সহ নানা রকম প্রতিযোগীতা,শিক্ষার্থীরা শতস্ফুর্ত ভাবে অংশ গ্রহন করেন সকল ইভেন্টে।আর খাওয়া দাওয়া,ফটো শেষন তো তো ছিল বোনাস। তৃপ্তি ও আনন্দ নিয়েই যা সকলে উপভোগ করেছে। ছিলো সেলফি উৎসবও। সেই আনন্দ ভ্রমণের কিছু মুহূর্ত হয়ে গেলো এখানে ফ্রেম বন্দী।
এই আয়োজনে সফর সঙ্গি ছিলেন টুইনসফ্ট এর সম্মানিত চেয়ারম্যান এন্ড সিইও জনাব এম এম ইব্রাহীম সুমন ও শিক্ষকবৃন্দ।
আমাদের অফিস-
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী01856484954