টুইনসফ্টের সাফল্যের ১৬ বছর পদার্পনে অনুষ্ঠিত হলো টুইনসফ্ট ক্যাম্পাসে দিন ব্যাপি পিঠা উৎসব!এসেছেন টুইনসফ্ট এর সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থী,আনন্দে মেতে ছিলেন তারা সারাদিন।
উৎসবে মুখরিত হয়েছিল পুরো টুইনসফ্ট ক্যাম্পাস।
,আনন্দ ভাগাভাগি করে নিতে চলে এসেছেন বাঙালিদের ঐতিয্যবাহী অন্যতম উৎসব পিঠা উৎসবে।
সাথে বোনাস হিসেবে ছিলো. সেলফি জোন এ সেলফি
বাজি ও আড্ডবাজি
টুইনসফ্ট ২০০৯ সাল থেকে কম্পিউটার,ইংলিশ,আই’টি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষনে দক্ষ মানব শক্তি তৈরীর পাশা
পাশি শিক্ষার্থীদের মেধা,মনন বিকাশে বিভিন্ন সাংস্কৃতি ও উৎসবের আয়োজন করে আসছে।বাংদেশের গ্রাম বাংলার অতীত ঐতিহ্যের অন্যতম উৎসব হলো পিঠা উৎসব,এই উৎসবের মাধ্যমে আমরা লালন করি আমাদের বাঙ্গালীয়ানা।
তাই অনিষ্ঠিত হলো প্রানের উৎসব,টুইনসফট এর সকল শিক্ষার্থীরা মাতেছে রঙ্গীন সব উৎসবে,সেজেছে মনের মাধুরী মিশিয়ে,নিজ হাতে তৈরী করেছে অসাধারন সব বাহারী পিঠা।যার সাথে জড়িয়ে ছিল আমাদের বাংলাদেশের অতীত ঐতিহ্য,দিন ব্যাপি এই আয়োজনে টুইনসফ্টের সকল সাবেক,বর্তমান শিক্ষার্থী ও শুভাকাংখীদের উস্থিতি ছিল চোখে পড়ার মত!
অসংখ্য ধন্যবাদ আগত সকল বর্তমান ও সাবেক শিক্ষার্থী,শুভাকাঙ্ক্ষী বৃন্দকে এই সুন্দর আয়োজনে অংশগ্রহনের জন্যপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও স্টল পরিদর্শন করেন দৈনিক ফেনির সময় পত্রিকার সম্পাদক জনাব শাহাদাত স্যার,ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের CST বিভাগের বিভাগীয় প্রদান আব্দুল্যাহ আল মমুন স্যার ,টুইনসফ্টের এর চেয়ারম্যান এন্ড সিইও ইব্রাহীম সুমন প্রমুখ
পিঠা উৎসব স্টলের বিশেষ মুহুর্ত গুলো!
#পিঠা_স্টল#সাফলের ১৬বছর #টুইনসফ্ট#উৎসব
ফেনী অফিসঃ
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী01856484954
All reactions:
1Noor