
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’
বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৪
ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক বুধবার, ৩০শে অক্টোবর সফল ভাবে আয়োজিত হলো “বিজ্ঞান ও প্রযুক্তি মেলা -২০২৪”।
সকাল ৯টায় প্রধান অতিথি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফেনী সদর,ফেনী। উদ্বোধনী উনুষ্ঠানের সভাপত্বি করেন উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জনাব সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব ফারুক আহমাদ, সভাপতি ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, ফেনী জেলা।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব জাফর উল্যা, সাধারণ সম্পাদক, ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়।তাছাড়াও মেলা পরিদর্শন করেন ফেনী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সদস্য এস.এম ইব্রাহীম সুমন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
মেলায় ৬ষ্ঠ, ৭ম,৮ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা মোট আটটি প্রজেক্ট উপস্থাপন করে। প্রজেক্ট গুলো হলো: (১) ইঙ্ক ফ্রম পলিউটেড স্মোক (২) স্মার্ট টাউন (৩) অটোমেটেড রেলওয়ে ক্রসিং এন্ড এলার্মিং সিস্টেম (৪) সোলার এরিগ্যাশান সিস্টেম (৫) গ্রিন হাউস (৬) ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট (৭) ওবস্টাকল অ্যাভোডিং সিস্টেম (৮) আর্থ কোয়ার্ক এলার্মিং সিস্টেম।
প্রজেক্ট গুলোয় শিক্ষার্থীরা প্রযুক্তিগত উন্নয়ন প্রদর্শন করেছে। শিক্ষার্থীদের সৃষ্টিশীলতা ও গবেষণাধর্মী মনোভাবের মাধ্যমে আধুনিক প্রযুক্তি নিয়ে উন্নত ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সমাধান তুলে ধরেছে।
পরিদর্শন শেষে প্রধান অতিথি বলেন, “এই ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার জন্য এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।”