দিনব্যাপী জমকালো আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রনে উৎসব আর উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো ফেনীর ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং কলেজ কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও সাংস্কৃতিক উৎসব।
আয়োজনটিকে সাফল্যমণ্ডিত করতে কোন কমতি ছিলনা আয়োজকদের।
আয়োজন শুরু হয় কোরআান তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে-এর পর কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর পরিচালক এস.এম ইব্রাহীম সুমন স্যারের স্বাগত বক্তব্য দিয়ে মুল কার্যক্রম শুরু হয়।একে একে শিক্ষার্থীদের অনুভূতি শেয়ার-পরিচালক ও মেহমানদের মুল্যবান বক্তব্য প্রদান ,মেহমান এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদানের মাধমে প্রোগ্রামের ১ম সেশন সফলভাবে শেষ করা হয়।
২য় সেশন শুরু হয় মূলত দুপুরের খাবার গ্রহনের পর।
পরিচালক ইব্রাহীম সুমন ও মারুফা ম্যাডামের উপস্থাপনায় নৃত্য-নাচ-গান-কৌতুক-কবিতা-ফ্যাশন শো সহ শিক্ষার্থীরা পরিবেশন করেন অসাধারণ সব পরিবেশনা।
আয়োজনে অংশগ্রহণ করে আয়োজনটিকে সাফল্যমন্ডিত করতে সহযোগীতা করার জন্য সকল শিক্ষক , শিক্ষার্থী , পরিচালক ও অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রোগ্রামের সভাপতি ইগলু চন্দ্র রয় এর বক্তব্য প্রদানেরচমাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামের পরিসমাপ্তি ঘটে।
All reactions:
5Chandan Banik, Rubyat Ara Yasmin Akhi and 3 others