টুইনসফ্টের সাফলের ১৭ বৎসর পুর্তি ও সফল ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের সম্মানে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল।

টুইনসফ্টের সাফলের ১৭ বৎসর পুর্তি ও সফল ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের সম্মানে অনুষ্ঠিত হলো ফেনী টাইমপাশ চাইনিজ রেস্টুরেন্টে ফেনীর ঐতিহ্যবাহী আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষন প্রদানকারী এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড BTEB ও NSDA কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট টেকনোজীর ইফতার মাহফিল।

প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনী সরকারী দৈনিক ফেনীরসময় পত্রিকার সম্পাদক জনাব শাহাদাত হোসাইন স্যার-বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর জনাব আবব্দুল কাদের পাটওয়ারী-সোনাগাজী বক্তার মুন্সী কলেজের সহকারী অধ্যাপক ও ফেনী জেলা কলেজ শিষক সমিতির সভাপতি এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ-ফেনী কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল জনাব ইগলু চন্দ্র রয় জনাব মাওলানা মুহাম্মদ এরফানুল হক সহ ফেমী জেলার বিশিষ্ট ব্যাক্তি বর্গ।

ইফতার মাহফিল প্রোগামে অংশ গ্রহন করে অনুষ্ঠান কে প্রানবন্ত ও সফল করতে সহযোগীতা করায় টুইনসফ্ট এর সকল ছাত্র-ছাত্রী,শুভাকাংখী ও অতিথি বৃন্দ কে আন্তরিক অভিনন্দন।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দগন টুইনসফ্ট ট্রেনিং থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ফ্রিল্যান্সিং এ সফল ছাত্র-ছাত্রী বৃন্দের ফ্রিল্যান্সিং সাফল্যের গল্প শুনেন, শিক্ষার্থীরাও টুইনসফ্ট ট্রেনিং থেকে স্কীল অর্জনের মাধ্যমে কিভাবে নিজেদের কে সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তুলেছেন এবং নিজেদের সাফল্যের গপ্ল গুলো বক্তব্যের মাঝে তুলে ধরেন।

টুইসফট এর চেয়ারম্যান এন্ড সিইও এস এম ইব্রাহীম সুমন অনুষ্ঠানে আগত অতিথি ও সকল ছাত্রছাত্রী বৃন্দের প্রতি অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগীতা করার জন্য অন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পরিশেষে দোয়া ও ইফতার গ্রহন এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!