
ফেনীতে স্থানীয় এনজিওদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ এনজিওস ফেনীর (এফএনএফ) দ্বীবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেডারেশনের সাবেক চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিতে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী আরমানের সঞ্চালনায় জেলায় কর্মরত এনজিও ও এফএনএফ এর কাউন্সিলরদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়
সভায় আরমান- মামুন প্যানেলের বিপরীতে অন্য কোন চ্যানেল না থাকায় উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনার সিরাজুল ইসলাম আগামী দুই বছরের জন্য ফেডারেশন অফ এনজিও’স ফেনীর কমিটি ঘোষণা করেন । এতে আরবান ইউথ সোসাইটির চেয়ারম্যান লিয়াকত আলী আরমানকে চেয়ারম্যান ও আলোকিত ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক সিদ্দিক আল মামুনকে নির্বাহী পরিচালক করে ২২সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য পদে রয়েছেন ফেয়ার সংস্থার নির্বাহী পরিচালক কাজী সালাউদ্দিন নোমান প্রধান সমন্বয়ক, মিতালী সংস্থার লুৎফুন্নাহার ও সিডিএফ’র নিজাম উদ্দিন হুদন ভাইস চেয়ারম্যান। বাগাইয়া গোল্ডেন ক্লাবের সাইফুল ইসলাম সহ নির্বাহী পরিচালক। জুই সোসাইটির কৃষাণ মোশারফ পরিচালক দপ্তর, প্রতিভা সোসাইটির শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, স্বপ্ন উন্নয়ন সংস্থার লিয়াকত হোসেন মজুমদার অর্থ সম্পাদক ও যুব সংসদের জসীম উদ্দীন ফরায়েজী পরিচালক প্রশিক্ষণ ও কর্মসংস্থান হিসেবে মনোনীত হয়।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রেনেসাঁ সোসাইটির সিরাজুল ইসলাম, এফএইচডিএফ এর এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু, একতা মহিলা সমিতির রোকেয়া ইসলাম, গ্রামীণ প্রগ্রেস আজাদ চৌধুরী, এ বি সি ইউথ সোসাইটির মোরশেদ আলম প্রিন্স, ওপেকের আনোয়ার হোসেন, সবুজ বাংলার জয়নাল আবদীন রাসেল, যুব অঙ্গনের জহির উদ্দিন, অনুপম শাহাদাত হোসেন, শাহাপুর মহিলা সংস্থার ফরিদা ইয়াসমিন, আল হেলাল সোসাইটির আব্দুল্লাহ আল হেলাল ও ফিশারির কাজী সাইফুল ইসলাম।