টুইনসফ্ট ক্যাম্পাসে আয়োজন করা ৪৭৪ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস পার্টি উৎসব।

টুইনসফ্টের প্রতিটি ব্যাচই এক একটি পরিবার,প্রশিক্ষন ও স্কীল অর্জনের পাশাপাশি টুইনসফ্ট ট্রেনিং চেষ্টা করে থাকেন শিক্ষার্থীদের

ক্যারিয়ার গাইডলাই,ইনডোর গেইম,আনন্দ উল্লাস খাওয়া দাওয়া আর আড্ডাবাজী সহ বিভিন্ন আয়োজন টুইনসফ্ট ক্যাম্পাসে আয়োজন করা হয় কম্পিউটার অফিস প্রোগ্রাম সরকারী সাটিফিকেশন কোর্স ৪৭৪ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস পার্টি উৎসব।

টুইনসফ্টের প্রতিটি ব্যাচই এক একটি পরিবার,প্রশিক্ষন ও স্কীল অর্জনের পাশাপাশি টুইনসফ্ট ট্রেনিং চেষ্টা করে থাকেন শিক্ষার্থীদের বিভিন্ন উৎসব আর উদ্দীপনার মধ্যেমে আনন্দঘন মুহুর্ত গুলো উপহার দিতে।যেটির কারনে প্রশিক্ষন গ্রহনে শিক্ষার্থীদের করে তুলে আরো বেশি উৎসাহিত।

তাদের সেই উৎসব কে আরো বেশি প্রানবন্ত করে টুইনসফ্ট টেকনোলজি এর চেয়ারম্যান এন্ড সিইও ও এস এস.এম ইব্রাহীম সুমন উপস্থিতি।তার আলোচনা ও পরামর্শে উঠে আশে শিক্ষার্থীদের ভবিষ্যত ক্যারিয়াী গঠনে বিশেষ দিকনির্দেশনা।

প্রোগ্রাম শেষে একসাথে নাস্তা গ্রহন আর গ্রুফ ছবি তোলার মাধ্যে ক্লাস পার্টির আনন্দ বেড়ে যায় আরো বহুগুন।

টুইনসফ্টের এসকল প্রোগ্রামের মাধ্যমেই একে অপরের সাথে হয়ে উঠেন পরিচিত,যা পরবর্তীতে টিম ভিত্তিক কাজ করতে অনেক বেশি সহায়ক ভুমিকা পালন করে।!

এই আয়োজন সম্পৃক্ত সকল শিক্ষার্থীদের জন্য রইলো শুভকামনা।

🏠আমাদের অফিসঃ

ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়,জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ-২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী।মোঃ০১৮৫৬৪৮৪৯৫৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!