টুইনসফ্টের ৪৯ জন শিক্ষার্থী পেলো A+ সংবর্ধনা!

সফলতা সব সময় আনন্দের আর গর্বের-আর শিক্ষার্থীদের সেই সফলতাকে উজ্জাপন আর স্বীকৃতি দিতে টুইনসফ্ট ট্রেনিং করেন এক বিশেষ মনোমুগ্ধকর আয়োজন।

অনুষ্ঠিত হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড বেসিক ট্রেড কোর্সের অধীনে টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর জানুঃজুন-২০২৫ সেশনের কম্পিউটার অফিস প্রোগ্রাম ও গ্রাফিক ডিজাইন সরকারী সার্টিফিকেশন কোর্সের বোর্ড পরীক্ষায় A+ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধ্বনা অনুষ্ঠান।

এতে চিপগেস্ট হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ট্রেড কোর্স এসোসিয়েশন ফেনী জেলা সেক্রেটারী ও ছাগলনাইয়া সততা কম্পিউটার এর পরিচালক জনাব ফরহাদ মিয়াজী-টুইনসফ্ট ট্রেনিং ইন্সটিটিউট এর চেয়ারম্যান এন্ড সিইও লায়ন ইঞ্জিনিয়ার এস.এম ইব্রাহীম সুমন।

উল্লেখ্য এই শেসনে টুইনসফ্ট টেকনোলজি ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে ৪৯ জন শিক্ষার্থীই A+ অর্জন করেন-

প্রোগ্রামেে A+ প্রাপ্ত শিক্ষার্থী তাদের অনুভুতি শেয়ার করেন-প্রধান অতিথি জনাব ফরহাদ মিয়াজী কারিগরি শিক্ষাবোর্ড অনুমোদিত প্রতিষ্ঠানে প্রশিক্ষন গ্রহন ও সরকারী সনদ নিয়ে বিশেষ তাৎপর্যপুর্ন আলোচনা পেশ করেন।

টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক এস এম ইব্রাহীম সুমন বলেন শিক্ষার্থীদের এই অর্জন ফেনী সহ সারা বাংলাদেশে টুইনসফ্ট এর ভাবমুর্তি ফুটে উঠবে-

A+ প্রাপ্ত সকল শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে গ্রহন করা হয়-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!