
টুইনসফ্টের সাফলের ১৭ বৎসর পুর্তি ও সফল ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের সম্মানে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল।
ছাগলনাইয়া উপজেলা সংবাদ, জাতীয় সংবাদ, টপ ফার্সট হাইলাইট নিউজ, টপ সেকেন্ড হাইলাইট নিউজ, প্রথম পাতা, প্রবাস সংবাদ, শিক্ষা সংবাদ, সর্বশেষ সংবাদ
টুইনসফ্টের সাফলের ১৭ বৎসর পুর্তি ও সফল ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের সম্মানে অনুষ্ঠিত হলো ফেনী টাইমপাশ চাইনিজ রেস্টুরেন্টে ফেনীর ঐতিহ্যবাহী আইটি ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষন প্রদানকারী এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ড BTEB ও NSDA কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্ট টেকনোজীর ইফতার মাহফিল।
প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফেনী সরকারী দৈনিক ফেনীরসময় পত্রিকার সম্পাদক জনাব শাহাদাত হোসাইন স্যার-বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী সরকারী পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটার ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর জনাব আবব্দুল কাদের পাটওয়ারী-সোনাগাজী বক্তার মুন্সী কলেজের সহকারী অধ্যাপক ও ফেনী জেলা কলেজ শিষক সমিতির সভাপতি এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর চেয়ারম্যান জনাব ফারুক আহমেদ-ফেনী কমপেক্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রিন্সিপাল জনাব ইগলু চন্দ্র রয় জনাব মাওলানা মুহাম্মদ এরফানুল হক সহ...