মঙলকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আনন্দিপুর কালি মন্দিরে সভার আয়োজন
জাতীয় সংবাদ, টপ ফার্সট হাইলাইট নিউজ, টপ সেকেন্ড হাইলাইট নিউজ, প্রথম পাতা, প্রবাস সংবাদ, ফুলগাজী উপজেলা সংবাদ, ফেনী সদর সংবাদ, ফেনীর সংবাদ, শিক্ষা সংবাদ
আজ ১১/০৮/২৪ ইং ৩নং মঙলকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামী চলমান পরিস্থিতিতে সর্বস্তরের জনগণ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, এবং পূজা-মন্ড়পের নিরাপত্তা নিশ্চিত করতে আনন্দিপুর কালি মন্দিরে একটি সভার আয়োজন করে।
উক্ত সভা সন্ঞালন করেন ইউনিয়ন আমির ও সাবেক ইউ পি সদস্য মাওলানা নুর ইসলাম।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেনী জেলার সহকারী সেক্রেটারি জনাব মাওলানা আবদুর রহিম এবং জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাবেক ইউ পি চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার।
আরো উপস্হিত ছিলেন জামায়াতের উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক ও জেলা পাঠাগার সম্পাদক আশরাফুল হক সোহেল। পরে জনসচেতনতায় মোটরশোভাযাত্রা করা হয়।
...