
ফেনীতে ছয়তলা ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু
ফেনীতে একটি সাত তলা ভবনের ছয় তলার বারান্দ থেকে পড়ে সায়ান সাইফুল নামের ছয় বছর বয়সী এক শিশুর মৃ*ত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের মাস্টার পাড়ার করিম উল্যাহ আজাদের ভবনে এ ঘটনা ঘটে।
ফেনী সেন্ট্রাল হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম শামীম স্ত্রীসহ দুই সন্তান নিয়ে সাত তলা ভবনের ছয় তলায় ভাড়ায় থাকেন। বুধবার সন্ধ্যায় বাসার বারান্দায় বল খেলছিল সায়ান সাইফুল। খেলার সময় বল নিচে পড়ে যায়। বল দেখতে বারান্দার ইমার্জেন্সি এক্সিট গ্রিল খুলতেই সে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুই ভাই–বোনের মধ্যে সায়ান সাইফুল বড় ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।