
আরো বেশি কোয়ালিটি প্রশিক্ষন ও সার্ভিস প্রদান এর দৃঢ় প্রত্যয় নিয়ে কেক কাটার মধ্যদিয়ে নতুন বৎসরে নতুন উদ্যোমে ২০২৪ সালের প্রথম দিনেই টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট শুরু করলো “টুইনসফ্ট ক্যারিয়ার এন্ড জবপ্লেসমেন্ট” ডিপার্টমেন্টের কার্যক্রম।
আজ ১ই জানুয়ারী আনুষ্ঠানিকভাবে টুইনসফ্ট ক্যাম্পাসে যাত্রা শুরু করলো “টুইনসফ্ট ক্যারিয়ার এন্ড জবপ্লেসমেন্ট ডিপার্টমেন্ট”-
এসময় উপস্থিত ছিলেন টুইনসফ্ট টেনকনোলজীর চেয়ারম্যান এন্ড সিইও জনাব এস এম ইব্রাহীম সুমন ও ওয়েব ফ্যাকাল্টির মেন্টর উসুফ রায়হান,গ্রাফিক ডিজাইন ফ্যাকাটির মেন্টর নন্দলাল সহ শিক্ষার্থীবৃন্দ।






টুইনসফ্ট এর জবপ্লেসমেন্ট ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের স্কীল অর্জন করানোর পাশাপাশি লোকাল ও আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানীতে জবপেতে সহায়ক হিসেবে কাজ করবে।এছাড়াও যারা ফ্রিল্যান্সিং এর পাশাপাশি উদ্যোক্তা হতে চায় তাদের বিভিন্ন সহযোগীতার মাধ্যমে উৎসাহিত করবে।
আশা করছি এই ডিপার্টমেন্ট এর সহযোগীতায় টুইনসফ্টের শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং এর পাশাপাশি লোকাল মার্কেটপ্লেসে জব পেতে আরো বেশি সহায়ক ভুমিকা পালন করবে।
আমাদের অফিস-
ইসহাক প্লাজা,ডাক্তার পাড়া মোড়।জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ভাইটাল রিসার্চ ইউনিট২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী01856484954, 01817711619