টুইনসফ্টের শিক্ষার্থীরা সফলভাবে কোর্স শেষ করে যখন ফ্রিল্যান্সিং এবং কর্মক্ষেত্রে ছড়িয়ে পড়ে তখনই সার্থক হই আমরা।সমাপনি অনুষ্ঠানে যেমন প্রিয় প্রতিষ্ঠানকে ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিকতাকে বোঝায় তেমনি এ আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রমাণিত হয় তারা কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত।
ক্যারিয়ারে আরো একধাপ এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ে উৎসাহ আর উদ্দীপনায় প্রশিক্ষন শেষে আজ টুইনসফ্ট ক্যাম্পাসে মনো মুগ্ধকর জমকালো আয়োজনে সফল ভাবে বিদায় নিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান টুইনসফ্টের ডিজিটাল মার্কেটিং ও ফ্রিল্যান্সিং কোর্সের আরো একটি সফল ব্যাচ।
আলহামদুলিল্লাহ,এই ব্যাচের ২৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৬ জন শিক্ষার্থীই প্রশিক্ষন অবস্থায় অনলাইনে আয় করে পেয়েছেন ফ্রিল্যান্সিং সফলতা !
টুইনসফ্ট শুধু প্রশিক্ষন নয় পাশাপশি তৈরী করছে দক্ষ ফ্রিল্যান্সার,তারই উজ্জল দৃস্টান্ত আজকের এই ব্যাচের শিক্ষার্থীরা।২৩ জনের মধ্যে ১৬ জনই হয়ে ছেন সফল ফ্রিল্যান্সার,নিজেদের সেই সফলতার গল্প বলেন শিক্ষার্থীরা।
টুইনসফ্টের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের বন্ধন দৃঢ় অটুট,শিক্ষার্থীরা প্রশিক্ষন অবস্থায় সকল প্রতিবন্ধকতায় যেমন পাশে পায় মেন্টর, সহপাঠি ও প্রতিষ্ঠানকে তেমনি ক্যারিয়ারের চূড়ান্ত সাফল্যে আনন্দ ভাগাভাগি করতেও ছুটে আসে প্রিয় ক্যাম্পাসে। টুইনসফ্ট শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয় এখানে রচিত হয় শিক্ষার্থীদের জীবনগাথা ক্যারিয়ার। আমরা অত্যন্ত আনন্দিত শিক্ষার্থীদের জীবনের প্রতিটি মুহুর্তের সারথি হিসেবে পাশে থাকতে পেরে।এমনি একটি সফল ব্যাচের অনুষ্ঠিত হলো আজ বিদায় অনুষ্ঠান!
তাদের প্রিয় মেন্টর কে ব্যাচের সবার পক্ষ থেকে গিফ্ট দেয়ার মাধ্যমে এই আয়োজন কে করে তুলে আরো বেশি সুন্দর ও প্রানবন্তময়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনা মুলক আলোচনা করেন টুইনসফ্ট টেকনোলজি এর শিক্ষার্থী ফ্রিল্যান্সার তাওহীদ ও ফখরুল আবির স্যার
ঠিকানাঃ ইসহাক প্লাজা,জহিরিয়া মসজিদের পুর্ব পার্শ্বে,ডাক্তার পাড়া মোড়,ভাইটাল রিসার্চ-৩ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী
বিস্তারিতঃ01856484954 বা 0181771 1619