ফেনী ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও টুইনসফ্ট টেকনোলজীর মধ্য সমঝোতা স্বারক অনুষ্ঠান অনুষ্ঠিত,
এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নারীদের আইটি স্কীল ডেভেলপমেন্ট কাজ করবে একসাথে।
আইটিতে নারীরা পিছিয়ে থাকবেনা আর!আইটিতে দক্ষ হয়ে তারাও চাকুরী,উদ্দোক্তা বা ফ্রিল্যান্সার করে হবে স্বাবলম্বী এবং ডিজিটাল মার্কেটিং দক্ষ হয়ে নিজেরাই নিজেদের বিজনেজ কে প্রমোট করবে,সে ক্ষেত্র ফেনী ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর নারী সদস্যদের স্কীল তৈরী কাজ করবে টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউট।
উক্ত সমঝোতা চুক্তিতে উস্থিত রয়েছেন টুইনসফ্ট টেকনোলজী চেয়ারম্যান এন্ড সিইও এস.এম ইব্রাহীম সুমন! ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর প্রতিনিধি হিসেবে রয়েছে হুরে জান্নাত ও তানজিনা আক্তার।