
গ্রাফিক ডিজাইনে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে আমরা বদ্ধপরিকর থাকি! তাইতো টুইনসফ্ট এর শিক্ষার্থীরা নিজেরাই হয়েছেন নিজেদের গ্রাফিক ডিজাইন কাজের মডেল ও ডিজাইনার।
টুইনসফ্ট ট্রেনিং ইনস্টিটিউটে এর গ্রাফিক ফ্যাকাল্টির শিক্ষার্থীদের প্রফেশনাল বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য টুইনসফ্ট ক্যাম্পাসে আয়োজন করা হয় গ্রাফিক ডিজাইনের উপর অ্যাড ডিজাইন ও সেলফ মডেলিং কনটেস্ট এক্সিবিশন।
টুইনসফ্ট শুধুমাত্র প্রশিক্ষণার্থীদের গ্রাফিক ডিজাইনে প্রশিক্ষণ প্রদানেই সীমাবদ্ধ নয় বরং তাদের মধ্য থেকে ক্রিয়েটিভিটি ও শিল্পীসুলভ ধারণাকে বিকশিত করায় বিশ্বাসী।
নিজেদের কন্সেপ্ট আর আর ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন ব্র্যান্ড নিয়ে তারা করেছেন অসাধারন সব প্রফেশনাল ডিজাইন।অভিনন্দন তোমাদের এই অসাধারন ক্রিয়েটিভি টি দেখানের জন্য!
প্রতিষ্ঠালগ্ন থেকেই টুইনসফ্ট শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করছে।তাই প্রেজেন্টেশন,কন্টেস্ট, প্রোজেক্ট সহ বিভিন্ন ধরনের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করা হয়
টুইনসফ্ট চেয়ারম্যান ও সিইও ইব্রাহীম স্যারের সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হলো প্রোগ্রামটি।অতিথি হিসেবে ছিলেন ফেনীর সুনামধন্য গ্রাফিক ডিজাইন ফার্ম সাইন ম্যক্স ও আল আরব প্রেস প্রিন্টিং এর পরিচালক জনাব লিটন সাহেব ও ফয়েজ উল্যাহ ।
তারা শিক্ষার্থীদের কাজ গুলো দেখে বিভিন্ন পরামর্শ দেন এবং কনটেস্টে অংশগ্রহনকারীদের মধ্য থেকে কন্টেস্ট উইন হয়ে পুরুস্কার জিতে নেন সুরাইয়া এবং ২য় ও ৩য় স্থান অর্জন করেন নুসরাত ও কথা ভৌমিক।
আমাদের অফিসঃ ইসহাক প্লাজা, ৩য় ও ৪র্থ তলা। ফেনী শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক,ডাক্তার পাড়া মোড়,জহিরিয়া মসজিদ এর পুর্ব পার্শ্বে।
01856484954,0 1817-711619





All reactions:
2Nur Kawsar Maruf and Nizam Uddin Mihir