টুইনসফ্টে অনুষ্ঠিত হলো ওয়েব ডিজাইন কন্টেস্ট প্রজেক্ট এক্সিবিউশন প্রোগ্রাম।

ওয়েব ডিজাইন প্রজেক্ট প্রেজন্টেশনের মাধ্যমে টুইনসফ্টেরওয়েব ডিজাইন ফ্যাকাল্টির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ওয়েব ডিজাইন কন্টেস্ট প্রজেক্ট এক্সিবিউশন প্রোগ্রাম।

টুইনসফ্ট শুধুমাত্র প্রশিক্ষণার্থীদের ওয়েব ডিজাইনে প্রশিক্ষণ প্রদানেই সীমাবদ্ধ নয় বরং তাদের মধ্য থেকে ডিজাইন ক্রিয়েটিভিটি ও শিল্পীসুলভ ধারণাকে বিকশিত করায় বিশ্বাসী।কিভাবে একটি প্রফেশনাল প্রজেক্ট তৈরীকরবে ও ক্লায়েন্টের কাছে হ্যান্ডওভারের মাধ্যমে প্রজেক্ট ডেলিভারী করবেন সেটি ডিসপ্লে করেন শিক্ষার্থীরা।

টুইনসফ্টের ওয়েব ডিজাইন শিক্ষার্থীদের ওয়েব ডিজাইনে ইন্ডাস্ট্রি এক্সপারট ও প্রফেশনাল এবং বাস্তবিক দক্ষতা বৃদ্ধির জন্য টুইনসফ্ট ক্যাম্পাসে আয়োজন করা হয় ওয়েব ডিজাইন কনটেস্টের এইএক্সিবিশনটি।

ওয়েব ডিজাইনে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনে আমরা বদ্ধপরিকর থাকি! তাইতো টুইনসফ্ট এর শিক্ষার্থীরা নিজেরাই হয়ে যায় ওয়েব ডিজাইনে আন্তর্জাতিক মানের ডিজাইনার।

নিজেদের কন্সেপ্ট আর আর ক্রিয়েটিভিটি দিয়ে বিভিন্ন কোম্পানীর জন্য তারা করেছেন অসাধারন সব প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন।অভিনন্দন তোমাদের এই অসাধারন ক্রিয়েটিভি টি দেখানের জন্য!

টুইনসফ্ট চেয়ারম্যান ও সিইও ইব্রাহীম স্যারের সুমনের পরিচালনায় অনুষ্ঠিত হলো প্রোগ্রামটি।অতিথি হিসেবে ছিলেন টুইনসফ্টনের গর্বিত শিক্ষার্থী ফ্রিল্যান্সার মিজান।

বিচরক মন্ডলী শিক্ষার্থীদের কাজ গুলো দেখে বিভিন্ন পরামর্শ দেন এবং কনটেস্টে অংশগ্রহনকারীদের মধ্য থেকে টুইনসফ্টের ওয়েব ডিজাইন ৩৮৫ ব্যাচের ছাত্র সালমান এর ডিজাইন টি উইন হয়,সাথে টুইনসফ্ট থেকে পেয়ে যান ১০০০ টাকার পুরুস্কার।

🏘️আমাদের অফিসঃ ইসহাক প্লাজা, ৩য় ও ৪র্থ তলা। ফেনী শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক,ডাক্তার পাড়া মোড়,জহিরিয়া মসজিদ এর পুর্ব পার্শ্বে।📱01856484954,0 1817-711619

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!