শনিবার শহরের সিজলার চাইনিজ রেস্টুরেন্ট এ ট্রাভেল ব্যবসায়ীদের সমন্বয়ে ট্রাভেল ব্যাবসায়ী ও গ্রাহকদের কল্যাণে এ আহবায়ক কমিটি কমিটি ঘোষনা করা হয়।
ফেনী সুনামধন্য প্রতিষ্ঠান হাই ট্রেড ইন্টারন্যাশনাল এর স্বত্তাধিকারী সাংবাদিক জাফর উল্লাহ কে আহবায়ক এবং স্বাধীন এয়ার ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী রোটারীয়ন এস আলম ভূঁঞা অপুকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক- আনাস ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী মিজানুর রহমান ভুঞা ,যুগ্ন আহবায়ক আবদুর রহমান – রহমান ট্রাভেলস। –যুগ্ন আহবায়ক- মনছুরুল করিম তুহিন ব্রাদাস ইন্টারন্যাশনাল। যুগ্ন আহবায়ক- আহসান উল্লাহ- মাস্টার ট্রাভেলস । এ ছাড়া সদস্য করা হয় নুর উদ্দিন রিয়াজ- নুর ইন্টারন্যাশনাল। মোঃ জাহিদ হোসেন -তাশরিফ ইন্টারন্যাশনাল। মোঃ আলী মিল্লাত -আল সাফা ট্রাভেলস। কাজী শাহ জাহান হোসেন- ফেনী আল মদিনা ট্রাভেলস। কমিটি আগামী এক থেকে দু মাসের মধ্যে একটা একটা পূনাঙ্গ কমিটি ঘোষনা দিবেন।