

চিটাগং ইউনিভার্সিটি স্টুডেন্টস’ আ্যসোসিয়েশন অব ছাগলনাইয়া(চুসাক)- এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মহিন উদ্দিন বাবুকে সভাপতি এবং জিয়াউল হক খোন্দকার আসিফকে সাধারণ সম্পাদক হিশেবে ঘোষণা করা হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিশেবে আছেন যথাক্রমে জিসান মজুমদার, রেহানা আক্তার এবং সাজ্জাদুল হাসান। অর্থ সম্পাদক হিশেবে আছেন রবিউল আলম। দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম এবং প্রচার সম্পাদক রিদোয়ানুল হক রাফি। নতুন এই কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হিসেবে আছেন আমজাদ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক উম্মে সালমা লিজা, পাঠাগার বিষয়ক সম্পাদক সাদমান মুহম্মদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহের আলী খান, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াজি শাফি।
নবগঠিত এই কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিশেবে আছেন চুসাকের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি সৈয়দ ইকবাল এবং সাবেক সাধারণ সম্পাদক মো. তানবীরুল আবছার নিলয়। উপদেষ্টা মন্ডলীর সদস্য হিশেবে আরো আছেন মাহমুদুল হাসান তানভীর এবং আবদুল্লাহ আল নোমান মজুমদার।
উল্লেখ্য ২০২৫-‘২৬ শিক্ষাবর্ষের জন্য নতুন এই কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়েছে।