টুইনসফ্টে শুরু হচ্ছে ফ্রি স্কলার্শীপে ৭দিন ব্যাপি সম্পুন্য ফ্রি কোর্সে “ওয়েব ডেভেলপমেন্ট PHP বেসিক কোর্স”

শুরু হচ্ছে ১০০% ফ্রি স্কলার্শীপে ৭দিন ব্যাপি সম্পুন্য ফ্রি কোর্সে “ওয়েব ডেভেলপমেন্ট PHP বেসিক কোর্স” ওয়েব ডিজাইনের পাশাাশি ওয়েব ডেভেলপমেন্ট এর স্কীল কে এগিয়ে নিতে ফ্রি কোর্সটি করতে রেজিঃ করুন👉 https://shorturl.at/efotO

💻কোর্সটি রেজিঃ এর শেষ সময় ০৭ ফেব্রুয়ারী-২৪

🌠🌠🌠কোর্সে অংশ গ্রহন করার নিয়মঃ
🔰এই কোর্সটি সম্পুর্ন ফ্রি-কোন কোর্স ফি নেই।
🔰শুধু মাত্র যারা রেজিঃ করবেন তারাই কোর্সটিতে অংশ গ্রহন করতে পারবেন।
🔰এই ফ্রি কোর্সে মাত্র ২৫ জন সুযোগ পাবে।আগে আসলে আগে পাবেন ভিত্তিতে রেজিঃচলছে
🔰যে কেউ অংশ নিতে পারবেন।
🔰কোর্স শেষে বেসিক ওয়েব ডেভেলপমেন্ট এর সার্টিফিকেট দেয়া হবে।
🔰প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড প্রদান করা হবে।
🔰যাদের html css bootstrap সম্পর্কে ধরনা আছে তারাই অংশ গ্রহন করতে পারবে।
🔰কাজ শিখার মানসিকতা থাকতে হবে,প্রতি ক্লাসের এসাইনমেন্ট গুলো জমা দিতে হবে।
🔰কের্স শেষে একটি প্রজেক্ট দেয়া হবে তা করে জমা দিতে হবে।
🔰থাকবে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে স্পেশাল ক্লাস
🔰সর্বোচ্ছ স্কীল অর্জনকারীকে পুরস্কার ও শিক্ষাবৃত্তি দেয়া হবে!

বর্তমান বিশ্বে নিজেকে টিকিয়ে রাখতে হলে প্রতিনিয়ত আপ টু ডেট রাখতে হবে নিজেকে।নিজেকে তৈরী করতে হবে মাল্টি স্কীল অর্জনে সবার চেয়ে এগিয়ে,

আমরা জানি যারা অফলাইন,অনলাইন মার্কেটপ্লেসে ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন মাঝে মাাঝে ওয়েব ডেভেলপমেন্ট না জানার কারনে বড় ধরনের প্রজেক্ট গুলো নিতে পারছেন না বা অনেক অর্ডার ক্যানসেল হচ্ছে,এই বিষয়টি কে সামনে রেখে ওয়েব জগতে আরো বেশি দক্ষতা সম্পুন্য হিসেবে তৈরী করতে টুইনসফ্ট আয়োজন করেছে ৭দিন ব্যাপি ওয়েব ডেভেলপমেন্ট ফ্রি কোর্স।

আপনি যদি অনলাইন বা ওয়ব জগতে নিজেকে সাফল্যের শীর্ষে নিতে চান তাহলে আপনাকে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্ট এর উপর দক্ষতা অর্জন করতে হবে।তাহলে আর দেরী কেন?এখনি উপরে দেয়া লিংক টিতে ক্লিক করে রেজিঃ এর মধ্যমে আপনার সীট টি নিশ্চিত করে পেলুন।

🏠আমাদের অফিসঃ
টুইনসফ্ট টেকনেলজী,ইসহাক প্লাজা,জহিরিয়া মসজিদ এর পুর্ব পার্শ্বে,ডাক্তার পাড়া মোড়,ভাইটাল রিসার্চ-২ এর বিপরীতে,শহিদ শহিদুল্যাহ কায়সার সড়ক ফেনী

বিস্তারিতঃ📱01856484954 বা 0181771 1619

#webdevelopment #freelancing_training_Feni #FreeCourse

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!